Subscribe Us

Advertisement

চারিত্রিক সনদপত্র PDF । চারিত্রিক সনদপত্র MS Word File ফাইল ডাউনলোড

চারিত্রিক  সনদপত্র

চারিত্রিক সনদপত্র বলতে একজন মানুষের চরিত্র কেমন সে সম্পর্কে একটি লিখিত দলিল কে বুঝায় ৷ চারিত্রিক সনদপত্র দেখে একজন মানুষকে ভালোভাবে চেনা যায় ৷ একজন মানুষের চরিত্র কেমন, তার আচার আচরণ কেমন, তিনি অতীত জীবনে কোন অসামাজিক কর্মকান্ডের সঙ্গে যুক্ত ছিলেন কিনা? এই সকল প্রশ্নের উত্তর পাওয়া যায় তার চারিত্রিক সনদপত্র বিশ্লেষণ করলে ৷ তাই চারিত্রিক সনদপত্র খুবই গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট ৷ আমরা আমাদের আজকের আর্টিকেলে আপনাদের জানাতে চলেছি চারিত্রিক সনদপত্র কি, চারিত্রিক সনদপত্র কত প্রকার, চারিত্রিক সনদপত্র কার কাছ থেকে নিতে পারবেন, চারিত্রিক সনদপত্রের জন্য আবেদন লেখার নিয়ম, চারিত্রিক সনদপত্র লেখার নিয়ম অর্থাৎ চারিত্রিক সনদপত্র সম্পর্কে বিস্তারিত আমরা আজকের আর্টিকেল আলোচনা করব ৷ চলুন দেরি না করে চারিত্রিক সনদপত্র সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক ৷

চারিত্রিক সনদপত্র কি?

চারিত্রিক সনদপত্র হলো কারও চরিত্র বা ব্যক্তি হিসাবে তাদের আচরণ কেমন তার একটি লিখিত প্রতিরূপ। যেকোন ব্যক্তি তার ব্যক্তিগত জীবনে কেমন চরিত্রের অধিকারী তার একটি সার্টিফিকেট হলো চারিত্রিক সনদপত্র। চারিত্রিক সনদ পত্রের উপর নির্ভর করে আপনার চরিত্র অতীতে কেমন ছিল, বর্তমানে আপনার চরিত্র কেমন, অতীত জীবনে আপনি কুকর্মের সাথে জড়িত ছিলেন কিনা? ভবিষ্যতে আপনি প্রতিষ্ঠানের জন্য হুমকি স্বরূপ কিনা? এই সকল কিছু নির্ভর করবে আপনার ক্যারেক্টার সার্টিফিকেট অথবা চারিত্রিক সনদপত্র এর উপর । চারিত্রিক সনদপত্র নির্দিষ্ট এলাকার নির্দিষ্ট  ব্যক্তিগণ প্রদান করে থাকে। যেমন ইউনিয়ন চেয়ারম্যান প্রদান করতে পারেন। কাউন্সিলর প্রদান করতে পারেন। শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক চারিত্রিক সনদ প্রদান করতে পারবে।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলর যদি চারিত্রিক সনদ দেন তাহলে তাদের সরকারী প্যাডে সার্টিফিকেট প্রিন্ট করে স্বাক্ষর করতে হবে।

চারিত্রিক সনদপত্র কত প্রকার

সাধারণত চারিত্রিক সনদপত্র পাঁচ ধরনের হয়ে থাকে। চলুন জেনে নেওয়া যাক চারিদিকে সনদপত্র এর প্রকারভেদ কি কি

  • পুলিশ ক্লিয়ারেন্স চারিত্রিক সনদপত্র
  • ছাত্রদের জন্য চারিত্রিক সনদপত্র
  • জব এর ক্ষেত্রে চারিত্রিক সনদপত্র
  • চেয়ারম্যান, কাউন্সিলর কর্তৃক চারিত্রিক সনদপত্র
  • সরকারি কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র

চারিত্রিক সনদপত্র কার কাছ থেকে নিতে পারবেন

যে কেউ আপনাকে ভালো বলে দিলেই তো কর্তৃপক্ষ বিশ্বাস করবে না ৷ কর্তৃপক্ষ তখনই বিশ্বাস করবে যখন একজন গণ্যমান্য ব্যক্তি অথবা বিশ্বস্ত ব্যক্তি আপনার সম্পর্কে ভালো মন্তব্য করবে ৷ যেমন একজন ডক্টর যদি বলেন ভিটামিন বি কমপ্লেক্স শরীরের জন্য উপকারী আপনি যতটা বিশ্বাস করবেন, আমি যদি বলি ভিটামিন বি কমপ্লেক্স শরীরের জন্য ভালো আপনি ততটা গুরুত্ব সহকারে দেখবেন না ৷

ঠিক একইভাবে কর্তৃপক্ষ আপনাকে বিশ্বাস করবে যখন এলাকার একজন সম্মানিত, গণ্যমান্য, বিশ্বস্ত ব্যক্তি লিখিতভাবে আপনার সম্পর্কে ভালো বলবে ৷ আপনি কোন দেশদ্রোহী কাজের সঙ্গে অথবা অসামাজিক কাজের সঙ্গে জড়িত ছিলেন না সে সম্পর্কে লিখিতভাবে যখন একটি দলিল দিবে, ঠিক তখনই কর্তৃপক্ষ আপনাকে বিশ্বাস করবে ৷

আপনার কোন কাজের জন্য চারিত্রিক সনদপত্র দরকার তার উপর নির্ভর করবে আপনি কার কাছ থেকে চারিত্রিক সনদপত্র নিবেন। যেমন স্কুল কলেজ কিংবা বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য পূর্ববর্তী শিক্ষা প্রতিষ্ঠান চারিত্রিক সনপত্র নিতে হবে, চাকরিতে জয়েন করার জন্য এলাকার চেয়ারম্যান কিংবা কাউন্সিলরের থেকে চারিত্রিক সনদপত্র নিতে পারেন অথবা সরকারি কোন অফিসারের থেকে চারিত্রিক সনদপত্র গ্রহণ করতে পারেন, ঠিক একই ভাবে সচিব অথবা গণ্যমান্য কোন ব্যক্তির থেকে চারিত্রিক সনদপত্র সত্যায়িত করতে পারেন ৷

চারিত্রিক সনদ পত্র প্রদানকারী / স্বাক্ষরকারী

প্রথম শ্রেণির গেজেটেড কর্মকতা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ পৌরসভার মেয়র নিকট হতে চারিত্রিক সনদ পত্রে  স্বাক্ষর ও সীল করিয়ে নিতে পারেন । প্রথম শ্রেণির গেজেটেড কর্মকতা, পৌরসভার ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আপনাকে যাচাই বাছাই করে  আপনার চারিত্রিক সনদপত্র প্রদান করতে পারে যদি আপনি উত্তম ও নৈতিক চরিত্রের অধিকারী হন । 

আপনি যদি ছাত্র/ছাত্রী হয়ে থাকেন তাহলে চলমান শিক্ষা প্রতিষ্ঠান থেকে চারিত্রিক সনদপত্র পেতে পারেন এক্ষেত্রে  সংশ্লিষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের নিকট চারিত্রিক সনদ পাইবার জন্য আবেদন করতে হবে


চারিত্রিক সনদপত্রের জন্য আবেদন লেখার নিয়ম

চারিত্রিক সনদপত্র পাওয়ার জন্য আপনাকে অবশ্যই লিখিতভাবে আবেদন করতে হবে। কিন্তু অনেক সময় লিখিতভাবে আবেদন না করলেও হয় ৷ তবে কিছু কিছু ক্ষেত্রে চারিত্রিক সনদপত্র উঠানোর জন্য আবেদনপত্র লিখতে হয়। আমাদের মধ্যে অনেকেই জানেন না চারিত্রিক সনদপত্রের জন্য আবেদন লেখার নিয়ম কি? তাই আপনাদের সুবিধার জন্য আমি চারিত্রিক সনদপত্রের আবেদন লেখার একটি নমুনা শেয়ার করব ৷ আশা করি নমুনা দেখে আপনারা চারিত্রিক সনদপত্রের জন্য আবেদন লেখার নিয়ম সম্পর্কে ক্লিয়ার ধারণা পাবেন ৷

চারিত্রিক সনদপত্রের জন্য আবেদন ও নমুনা

২ ফেব্রুয়ারি ২০২৩

প্রধান শিক্ষক

বলাবাড়িয়া আমজাদ আলি মাধ্যমিক বিদ্যালয়

আশাশুনি, সাতক্ষীরা।

বিষয়: চারিত্রিক সনদপত্রের জন্য আবেদন।

জনাব,

যথাবিহীত সম্মান প্রদর্শনপূর্বক নিবেদন এই যে, আমি বিবেক মন্ডল। আপনার বিদ্যালয়ের একজন নিয়মিত ছাত্র। ২০২২ সালে অনুষ্ঠিত এস.এসি.সি পরীক্ষায় আমি জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছি। বিদ্যালয়ে অধ্যয়নকালীন গত ৫ বছরে অনুষ্ঠিত প্রায় সকল ক্রীড়া প্রতিযোগিতায় আমি সক্রিয় অংশগ্রহণকারী ছিলাম এবং এসময়ে আমি কোন আইন শৃঙ্খলা বিরোধী কর্ম-কান্ডের সাথে জড়িত ছিলাম না। বর্তমানে আমি কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি হতে ইচ্ছুক। এমতাবস্থায় আপনার স্বাক্ষরিত একটি চারিত্রিক সনদপত্র একান্ত প্রয়োজন।

অতএব, জনাবের নিকট আকুল আবেদন এই যে, অনুগ্রহপূর্বক আমাকে শিক্ষা বিষয়ক চারিত্রিক সনদ প্রদানে আপনার একান্ত মর্জি হয়।

 

বিনীত নিবেদক

বিবেক মন্ডল

পরীক্ষার রোল নাম্বার: ১২২

এসএসসি ব্যাচ ২০২২

আরো ও পড়ুন : অভিভাবকের অনুমতি পত্র

চারিত্রিক সনদপত্র লেখার নিয়ম ও নমুনা

কিভাবে চারিত্রিক সনদপত্র তৈরি করবেন যদি জানতে চান তাহলে বলবো- প্রথমে একটি Microsoft Word ফাইল খুলুন। তারপর চারিত্রিক সনদপত্র বড় অক্ষরে লিখুন। এরপর যার বিষয়ে চারিত্রিক সনদপত্র লিখবেন তার নাম ঠিকানা দিতে হবে এবং তার ব্যক্তিগত জীবনে ভালো গুণাবলী উল্লেখ করতে হবে।

আপনাদের বোঝার সুবিধার্থে আমি চারিত্রিক সনদপত্র লেখার একটি নমুনা আপনাদের সাথে শেয়ার করছি ৷ আশা করি নমুনাটি ভালোভাবে লক্ষ্য করলে আপনারা চারিত্রিক সনদপত্র লেখার নিয়ম সম্পর্কে ভালোভাবে জানতে পারবেন।

চারিত্রিক সনদপত্র নমুনা

এই মর্মে প্রত্যায়ন করা যাইতেছে যে, বিবেক মন্ডল, পিতা-হরিচাদ মন্ডল, মাতা- অমরী মন্ডল, ঠিকানাঃ গ্রাম- নাটানা, পোঃ হাড়িভাঙ্গা, থানাঃ  আশাশুনি, জেলাঃসাতক্ষীরা। আমি তাহাকে ব্যক্তিগত ভাবে চিনি ও জানি এবং জন্মসূত্রে বাংলাদেশের একজন নাগরিক । আমার জানা মতে সে রাষ্ট্র ও সমাজ বিরোধী কোন কার্যকলাপে জড়িত নেই । সে সৎ ও নৈতিক চরিত্রের অধিকারী।

আমি তাহার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি।


ইংরেজিতে চারিত্রিক সনদপত্র লেখার নিয়ম

বর্তমান সময়ে বেশিরভাগ অফিসিয়াল ডকুমেন্টস এর ইংরেজি কপি দরকার হয়ে থাকে। চারিত্রিক সনদপত্র একটি মূল্যবান অফিশিয়াল ডকুমেন্টস এর মধ্যে অন্যতম। তাই চারিত্রিক সনদপত্রের ইংরেজি কপি থাকা খুবই গুরুত্বপূর্ণ৷ চলুন চারিত্রিক সনদপত্রের ইংরেজি একটি নমুনা দেখে আসা যাক৷

Character certificate writing rules are in English

For which applies

To certify that Bibeka Mondal, Father's Name: Harichand Mondal, Mother's Name: Amori Mondal, Village: Natana Post Office.  Haribhanga, Ward No-8, Police Station:  Assasuni, District : Satkhira is known to me personally. He carries a good moral character. To the best of my knowledge, he did not engage in any subversive or anti-discipline activities.

I wish him every success in life.


চারিত্রিক সনদ পত্র নমুনা বাংলা ডাউনলোড

চারিত্রিক সনদপত্রের নমুনা কপির প্রয়োজন হলে  নিচে ডাউনলোড বাটুনে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন।  যেখান আপনার নাম, পিতার নাম, মাতার নাম, গ্রাম, ডাকঘর, ওয়ার্ডনং, ইউনিয়ন, উপজেলা, থানা, জেলা, পৌরসভা নাম আছে  সে স্থান গুলিতে  লিখে নিতে হবে ।




শেষ কথা

আমরা আমাদের আজকের আর্টিকেলে চারিত্রিক সনদপত্র সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি ৷ আমাদের আজকের আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়লে চারিত্রিক সনদপত্র সম্পর্কে আপনাদের যেকোনো ভুল ধারণা ক্লিয়ার হয়ে যাবে ৷ আশা করি আমাদের আজকের আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হবে ৷


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ