Ads

Ads

ভারতের বৃহত্তম রাজ্য কোনটি ?

ভারতের বৃহত্তম রাজ্য কোনটি

ভারতের বৃহত্তম রাজ্য কোনটি আমরা অনেকেই জানি না । ভারত পৃথিবীর বৃহত্তম দেশ গুলোর মধ্যে  একটি ।  ভারতের ২৮ টি রাজ্য ৮ টি কেন্দ্রশাসিত অষ্ণল নিয়ে ভারত দেশ গঠিত।  এই রাজ্য গুলোর মধ্যে  সবচেয়ে বড় রাজ্য হলো রাজস্থান । চলুন জেনে নেই  রাজস্থানের আয়তন, জনসংখ্যা,  রাজধানী, অষ্ণল এবং ভারতের কত শতাংশ জায়গা জুড়ে রাজস্থান অবস্থান করছে। 

ভারতের বৃহত্তম রাজ্য কোনটি ?

ভারতের বৃহত্তম রাজ্য কোনটি এর সংক্ষিপ্ত উত্তর হলো রাজস্থান। শতদ্রু-সিন্ধু নদীর উপত্যকা তথা ভারত-পাকিস্তান সীমান্ত বরাবর প্রসারিত থর মরুভূমি এই রাজস্থান রাজ্যের অধিকাংশ অংশ জুড়ে রয়েছে।

রাজ্যের দক্ষিণ-পশ্চিমে গুজরাত রাজ্য,দক্ষিণ-পূর্বে মধ্যপ্রদেশ, উত্তর পশ্চিম সীমায় পাকিস্তান রাষ্ট্র, উত্তর-পূর্বে উত্তরপ্রদেশ ও হরিয়ানা এবং উত্তরে পাঞ্জাব রাজ্য অবস্থিত।


ভারতের বৃহত্তম রাজ্য রাজস্থান আয়তন :

ভারতের বৃহত্তম রাজ্য রাজস্থান পশ্চিম ভারতের একটি অষ্ণল। রাজস্থান আয়তন ৩,৪২,২৩৯ বর্গ কিলোমিটার । যাহা ভারতের মোট ভূখন্ডের ১০.৪১ জায়গা জুড়ে রাজস্থান অবস্থান। আমরা যদি ভারতের রাজস্থান রাজ্যকে আয়তনের সাথে  কোন দেশের  তুলনা করি তাহলে  সেই দেশটি কঙ্গো প্রজাতন্ত্র ।  


রাজস্থান রাজ্যের ভাষা :

রাজস্থান রাজ্য  সরকারি ভাষা হলো হিন্দি এছাড়া অনেক কথিত ভাষা প্রচলিত আছে। বেশির ভাগ মানুষ রাজস্থানী ভাষা কথা বলে ।  রাজস্থানী ও হিন্দি ভাষার পাশাপাশি সিন্ধি /উর্দু /ভিলি/  পাঞ্জাবি  প্রভৃত ভাষা  প্রচলিত আছে । 


রাজস্থান রাজ্য রাজধানী ?

রাজস্থান রাজ্যের রাজধানী  জয়পুর।  তাছাড়া রাজস্থান বৃহত্তম শহরও জয়পুর । 


রাজস্থান রাজ্য বিভাগ ও জেলা :

রাজস্থান রাজ্য বিভাগের সংখ্যা ৭ টি ।  জেলার সংখ্যা ৩৩টি 


রাজস্থান রাজ্য বিভাগ সমূহের নাম :

  • জয়পুর
  • যোধপুর
  • আজমের 
  • উদয়পুর
  • বিকানের 
  • কোটা
  • ভরতপুর

ভারতের বৃহত্তম রাজ্য রাজস্থান জেলা  সমূহ :

আজমের:

  • আজমের
  • টঙ্ক
  • নাগৌর
  • ভিলওয়ারা

জয়পুর :

  • আলওয়ার
  • জয়পুর
  • ঝুনঝুনু
  • দৌসা
  • সীকর

উদয়পুর :

  • উদয়পুর
  • দুঙ্গারপুর
  • প্রতাপগড়
  • বান্সওয়ারা
  • রাজসমন্দ
  • চিতোরগড়

ভরতপুর :

  • কারৌলি
  • ঢোলপুর
  • ভরতপুর
  • সওয়াই মাধোপুর

কোটা :

  • কোটা
  • ঝালাওয়াড়
  • বরন
  • বুন্দি

বিকানের:

  • চুরু
  • বিকানের
  • শ্রীগঙ্গানগর
  • হনুমানগড়

যোধপুর :

  • জালোর
  • জয়সলমের
  • পালি
  • বাড়মের
  • যোধপুর
  • সিরোহি


FAQ

প্রশ্ন : ভারতের বৃহত্তম রাজ্য কোনটি ?

উত্তর : রাজস্থান


প্রশ্ন : রাজস্থানের রাজধানীর নাম কি?

উত্তর : জয়পুর


প্রশ্ন : রাজস্থানের আয়তন কত ?

উত্তর : ৩,৪২,২৩৯ বর্গকিলোমিটার


প্রশ্ন : রাজস্থানের বিখ্যাত পাখিরালয় ?

উত্তর : রাজস্থানের বিখ্যাত পাখিরালয় বলা হয়  ভারতপুর জাতীয় উদ্যান । রাজস্থানের ভরতপুরে অবস্থিত কেওলাদেও জাতীয় উদ্যান বা কেওলাদেও ঘানা জাতীয় উদ্যানটি  ভরতপুর পাখিরালয় হিসাবে পরিচিত ছিল।


প্রশ্ন : রাজস্থানের প্রধান উৎসব ?

উত্তর : রাজস্থানের প্রধান উৎসবের নাম তীজ ।  এই প্রধান উৎসবটি পালিত হয় রাজস্থানে শ্রাবন মাসে তৃতীয় দিনে বা (জুলাই/আগষ্ট মাসে) পড়ে। সাধারণত  এই উৎসবটি  মহিলাদের জন্য পালিত। তারা হাতে মেহেদী লাগায় এবং নতুন পোশাক পড়েন। 


প্রশ্ন :রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতার নিদর্শন কোনটি?

উত্তর : কালীবাঙ্গান


প্রশ্ন : রাজস্থানের একটি প্লায়া হ্রদ

উত্তর : ধান্দ


প্রশ্ন : রাজস্থানের ধূলিঝড় কি নামে পরিচিত

উত্তর : আঁধি


সর্বশেষ: এই আর্টিকেল আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভারতের বৃহত্তম রাজ্য কোনটি। ভারতের বৃহত্তম রাজ্য কিছু তথ্য এই আর্টিকেলে তুলে ধরলাম। আশাকরি উক্ত আর্টিকেলটি রাজস্থান সর্ম্পকে জানতে সহয়তা করতে পারে। কোন তথ্য ভুল পরিলক্ষিত হলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর্টিকেলটি পড়ার জন্য ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!