ভারতের বৃহত্তম রাজ্য কোনটি আমরা অনেকেই জানি না । ভারত পৃথিবীর বৃহত্তম দেশ গুলোর মধ্যে একটি । ভারতের ২৮ টি রাজ্য ও ৮ টি কেন্দ্রশাসিত অষ্ণল নিয়ে ভারত দেশ গঠিত। এই রাজ্য গুলোর মধ্যে সবচেয়ে বড় রাজ্য হলো রাজস্থান । চলুন জেনে নেই রাজস্থানের আয়তন, জনসংখ্যা, রাজধানী, অষ্ণল এবং ভারতের কত শতাংশ জায়গা জুড়ে রাজস্থান অবস্থান করছে।
ভারতের বৃহত্তম রাজ্য কোনটি ?
ভারতের বৃহত্তম রাজ্য কোনটি এর সংক্ষিপ্ত উত্তর হলো রাজস্থান। শতদ্রু-সিন্ধু নদীর উপত্যকা তথা ভারত-পাকিস্তান সীমান্ত বরাবর প্রসারিত থর মরুভূমি এই রাজস্থান রাজ্যের অধিকাংশ অংশ জুড়ে রয়েছে।
রাজ্যের দক্ষিণ-পশ্চিমে গুজরাত রাজ্য,দক্ষিণ-পূর্বে মধ্যপ্রদেশ, উত্তর পশ্চিম সীমায় পাকিস্তান রাষ্ট্র, উত্তর-পূর্বে উত্তরপ্রদেশ ও হরিয়ানা এবং উত্তরে পাঞ্জাব রাজ্য অবস্থিত।
ভারতের বৃহত্তম রাজ্য রাজস্থান আয়তন :
ভারতের বৃহত্তম রাজ্য রাজস্থান পশ্চিম ভারতের একটি অষ্ণল। রাজস্থান আয়তন ৩,৪২,২৩৯ বর্গ কিলোমিটার । যাহা ভারতের মোট ভূখন্ডের ১০.৪১ জায়গা জুড়ে রাজস্থান অবস্থান। আমরা যদি ভারতের রাজস্থান রাজ্যকে আয়তনের সাথে কোন দেশের তুলনা করি তাহলে সেই দেশটি কঙ্গো প্রজাতন্ত্র ।
রাজস্থান রাজ্যের ভাষা :
রাজস্থান রাজ্য সরকারি ভাষা হলো হিন্দি এছাড়া অনেক কথিত ভাষা প্রচলিত আছে। বেশির ভাগ মানুষ রাজস্থানী ভাষা কথা বলে । রাজস্থানী ও হিন্দি ভাষার পাশাপাশি সিন্ধি /উর্দু /ভিলি/ পাঞ্জাবি প্রভৃত ভাষা প্রচলিত আছে ।
রাজস্থান রাজ্য রাজধানী ?
রাজস্থান রাজ্যের রাজধানী জয়পুর। তাছাড়া রাজস্থান বৃহত্তম শহরও জয়পুর ।
রাজস্থান রাজ্য বিভাগ ও জেলা :
রাজস্থান রাজ্য বিভাগের সংখ্যা ৭ টি । জেলার সংখ্যা ৩৩টি
রাজস্থান রাজ্য বিভাগ সমূহের নাম :
- জয়পুর
- যোধপুর
- আজমের
- উদয়পুর
- বিকানের
- কোটা
- ভরতপুর
ভারতের বৃহত্তম রাজ্য রাজস্থান জেলা সমূহ :
আজমের:
- আজমের
- টঙ্ক
- নাগৌর
- ভিলওয়ারা
জয়পুর :
- আলওয়ার
- জয়পুর
- ঝুনঝুনু
- দৌসা
- সীকর
উদয়পুর :
- উদয়পুর
- দুঙ্গারপুর
- প্রতাপগড়
- বান্সওয়ারা
- রাজসমন্দ
- চিতোরগড়
ভরতপুর :
- কারৌলি
- ঢোলপুর
- ভরতপুর
- সওয়াই মাধোপুর
কোটা :
- কোটা
- ঝালাওয়াড়
- বরন
- বুন্দি
বিকানের:
- চুরু
- বিকানের
- শ্রীগঙ্গানগর
- হনুমানগড়
যোধপুর :
- জালোর
- জয়সলমের
- পালি
- বাড়মের
- যোধপুর
- সিরোহি
প্রশ্ন : ভারতের বৃহত্তম রাজ্য কোনটি ? উত্তর : রাজস্থান প্রশ্ন : রাজস্থানের রাজধানীর নাম কি? উত্তর : জয়পুর প্রশ্ন : রাজস্থানের আয়তন কত ? উত্তর : ৩,৪২,২৩৯ বর্গকিলোমিটার প্রশ্ন : রাজস্থানের বিখ্যাত পাখিরালয় ? উত্তর : রাজস্থানের বিখ্যাত পাখিরালয় বলা হয় ভারতপুর জাতীয় উদ্যান । রাজস্থানের ভরতপুরে অবস্থিত কেওলাদেও জাতীয় উদ্যান বা কেওলাদেও ঘানা জাতীয় উদ্যানটি ভরতপুর পাখিরালয় হিসাবে পরিচিত ছিল। প্রশ্ন : রাজস্থানের প্রধান উৎসব ? উত্তর : রাজস্থানের প্রধান উৎসবের নাম তীজ । এই প্রধান উৎসবটি পালিত হয় রাজস্থানে শ্রাবন মাসে তৃতীয় দিনে বা (জুলাই/আগষ্ট মাসে) পড়ে। সাধারণত এই উৎসবটি মহিলাদের জন্য পালিত। তারা হাতে মেহেদী লাগায় এবং নতুন পোশাক পড়েন। প্রশ্ন :রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতার নিদর্শন কোনটি? উত্তর : কালীবাঙ্গান প্রশ্ন : রাজস্থানের একটি প্লায়া হ্রদ উত্তর : ধান্দ প্রশ্ন : রাজস্থানের ধূলিঝড় কি নামে পরিচিত উত্তর : আঁধি |