teletalk number check/ টেলিটক নাম্বার দেখার উপায়teletalk number check/টেলিটক নাম্বার দেখার উপায়: আপনি যদি একজন টেলিটক ব্যবহারকারী বা গ্রাহক হন তাহলে অবশ্যই teletalk number check / টেলিটক নাম্বার দেখার উপায় এর পদ্ধতি জানার প্রয়োজনীতা পড়তে পারে। টেলিটক সিমের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলছে। বিশেষ করে ছাত্রছাত্রীদের নিকট এই সিমের জনপ্রিয়তা বেশি। বিভিন্ন সরকারি চাকরি আবেদন ফি প্রদান, তাছাড়া স্বল্প মূল্যে কথা বলা, স্বল্প মূল্যে ডাটা ক্রয়, এসএমএস ক্রয় ইত্যাদির কারনে টেলিটক সিমের জনপ্রিয়তা খুব বেশি। তবে অনেক সময় আমরা আমাদের ব্যবহৃত টেলিটক সিমের নাম্বার ভুলে যায়। এক্ষেত্রে আপনি যদি টেলিটক ব্যবহারকারী হন তাহলে আপনি teletalk number check / টেলিটক নাম্বার দেখার উপায় গুলো জেনে নিতে পারেন। আমি এই ব্লগে আপনাদের সাথে teletalk number check / টেলিটক নাম্বার দেখার উপায়- এর কয়েকটি পদ্ধতি শেয়ার করবো। যা সহজে এই পদ্ধতি গুলো ব্যবহার করে আপনি টেলিটক নাম্বার দেখতে পারবেন । প্রথম পদ্ধতি: ডায়াল করে টেলিটক নাম্বার চেক :-teletalk number check / টেলিটক নাম্বার দেখার উপায়- এর প্রথম পদ্ধতি হলো আপনার মোবাইল ফোন থেকে ডায়াল করতে হবে ।
ডায়াল কোড *551# উক্ত কোড ডায়াল করলে কিছুক্ষনের মধ্যে আপনার টেলিটক নাম্বারটি দেখতে পাবেন। -------------------------------------------------------------------- দ্বিতীয় পদ্ধতি : এসএমএস মাধ্যমে টেলিটক নাম্বার চেক:-teletalk number check / টেলিটক নাম্বার দেখার উপায় এর দ্বিতীয় পদ্ধতি হলো মেসেজ করা করা। আপনার মোবাইল ফোনের এসএমএস অপশন গিয়ে বড় হাতে অক্ষর P লিখতে হবে এবং সেন্ড করতে হবে 154 নম্বরে। কিছুক্ষন পর ফিরতি এসএমএস পাবেন। সেখানে আপনি আপনার টেলিটক নাম্বারটি দেখতে পাবেন । “ P Send 154 Number” -------------------------------------------------------------------- তৃতীয় পদ্ধতি : টেলিটক হেল্প সেন্টার ফোন দিয়ে নাম্বার চেক :teletalk number check / টেলিটক নাম্বার দেখার উপায়- এর তৃতীয় পদ্ধতি হলো টেলিটক হেল্প সেন্টারে ফোন দিয়ে ভুলে যাওয়া টেলিটক নাম্বার পেতে পারেন। টেলিটক হেল্প সেন্টারের ফোন নাম্বার: 121 ও 01500121121- 9 -------------------------------------------------------------------- টেলিটক নাম্বার দেখার সহজ পদ্ধতিউপরোক্ত তিনটি পদ্ধতির মধ্যে সবচেয়ে সহজ পদ্ধতি হলো ডায়াল করে টেলিটক সিমের নাম্বার দেখার উপায়টি। টেলিটক সিমের নাম্বার ভুলে গেলে আপনি প্রথম পদ্ধতি অনুসরণ করে সহজে ভুলে যাওয়া টেলিটক নাম্বারটি দেখতে পারবেন । নিম্নে উক্ত কোডটি দেওয়া হলো:- ডায়াল কোড *551# -------------------------------------------------------------------- এই ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করলাম teletalk number check / টেলিটক নাম্বার দেখার উপায়-এর কয়েকটি পদ্ধতি। অবশ্যই পদ্ধতি গুলো আপনাদের ভুলে যাওয়া টেলিটক নাম্বার দেখার ক্ষেত্রে সহায়তা করতে পারে। বিঃদ্রঃ উক্ত আর্টিকেল যদি কোন প্রকার ভুল আপনাদের পরিলক্ষিত হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ। সাতক্ষীরা জেলার পোস্ট কোড নং |