Subscribe Us

Advertisement

সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর



সাম্প্রতিক সাধারণ জ্ঞান

সাম্প্রতিক সময়ে সাধারণ জ্ঞানের কিছু প্রশ্ন ও উত্তর নিম্নে দেওয়া হলো :

১। জাতিসংঘের কোন সংস্থা স্কুলে স্মার্টফোন ব্যবহারে নিষিদ্ধের প্রস্তাব দিয়েছে ?

        উত্তর : জাতিসংঘ শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা (UNESCO)

২। ভারতের চন্দ্রযান-৩ উৎক্ষেপণ করা হয় কবে ?

        উত্তর : ১৪ জুলােই ২০২৩

৩। বিশ্বের প্রথম কোন দেশ চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেন ?

        উত্তর : ভারত

৪। বিবি স্টকহোম (Bibby Stockholm)  কী ?

        উত্তর : ভাসমান কারাগার

৫। MDG -এর অন্যতম লক্ষ্য কী ?

        উত্তর : ক্ষুধা ও দারিদ্র দূর

৬। SDG- এর পূর্ণরূপ হলো ?

         উত্তর :  Sustainable Developmental Goals 

৭। প্রতিবছর বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করে কোন সংস্থা ?

        উত্তর : UNCTAD

৮। UNICEF এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত ?

        উত্তর : নিউইয়র্ক যুক্তরাষ্ট্র

৯।জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার নাম কি ?

        উত্তর : UNHCR

১০। আন্তর্জাতিক পরমাণু সংস্থা (IAEA) কত সালে গঠিত হয়েছে ?

        উত্তর : ১৯৫৭ সালে

 ১১। IAEA  সদর দপ্তর কোথায় 

        উত্তর : ভিয়েনা 

১২। কাতারের রাষ্ট্রীয় নাম কি ?

        উত্তর :  State Of Qatar 

১৩। গোলান মালভূমি কোথায় অবস্থিত ?

        উত্তর : সিরিয়ায়

১৪। মিশর সুয়েজ খাল জাতীয়করণ করে কত সালে

        উত্তর :১৯৫৬

১৫। নিউজ  চ্যানেল আল জাজিরা চালু হয় 

        উত্তর :১ নভেম্বর ১৯৯৬

আরোও জানুন : সাধারণ জ্ঞান সর্ম্পকে

১৬।ঐতিহাসিক সামরিক দুর্গ আল জুবারা ফোর্ট কত সালে তৈরি হয় ?

        উত্তর ১৯৩৮ সাল 

১৭। মিশরের প্রধান গোয়েন্দা সংস্থার নাম কি ?

        উত্তর : মুখবরাত 

১৮। বিশ্বে পাতাল রেল  প্রথম চালু হয় কোন শহরে ?

        উত্তর : লন্ডন

১৯। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কত তারিখে কোভিড-১৯ কে বৈশ্বিক মহামারী হিসেবে ঘোষনা করে ?

        উত্তর : ১১ মার্চ ২০২০

২০। দ্য গার্ডিয়ান পত্রিকা কোন শহর থেকে প্রকাশিত হয় ?

        উত্তর : লন্ডন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ