Subscribe Us

Advertisement

ভারতীয় মেডিকেল ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র




ভারতীয় মেডিকেল ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র

ভারতীয় মেডিকেল ভিসা- বাংলাদেশের অধিকাংশ মানুষ চিকিৎসার জন্য  বর্তমানে ভারতে গমন করে থাকে । এজন্য অবশ্যই ভারতীয় হাইকমিশনার বরাবর  মেডিকেল ভিসার জন্য আবেদন করতে হয় । নিম্নে মেডিকেল ভিসার জন্য কি কি কাগজের প্রয়োজন তা নিম্নে দেওয়া হলো :

 ভারতীয় মেডিকেল ভিসার  কাগজ পত্রাদি সমূহ ঃ

  • 2”x2”-সদ্য  তোলা  ১ (এক) কপি ছবি  (সাদা ব্যাকগ্রাউন্ড) 
  • অনলাইনে পূরনকৃত আবেদন ফরম
  • জাতীয় পরিচয় পত্র/ জন্ম নিবন্ধন
  • ইউটিলিটি বিলের কপি (সম্প্রতি ৩ মাসের মধ্যে)
  • ব্যাংক স্টেটমেন্ট/ ডলার এনডোর্সমেন্ট (150 ডলার)
  • পেশাগত প্রমানপত্র
  • ভারতীয় হাসপাতালের সুনির্দিষ্ট তারিখ সহ (Appoimment Letter)
  • সদ্য মেডিকেলের কাগজ সূমহ
  • পাসপোর্ট বই (কম পক্ষে ৬ মাস মেয়াদ  থাকতে হবে)

মেডিকেল ভিসার কাগজ পত্রাদি সাজানোর নিয়ম ঃ

  • অনলাইনে পূরনকৃত আবেদন ফরম
  • জাতীয় পরিচয় পত্র ফটোকপি / জন্ম নিবন্ধন ফটোকপি
  • ইউটিলিটি বিলের ফটোকপি (সম্প্রতি ৩ মাসের মধ্যে)
  • ব্যাংক স্টেটমেন্ট/ ডলার এনডোর্সমেন্ট (150 ডলার)
  • পেশাগত প্রমানপত্র ফটোকপি
  • ভারতীয় হাসপাতালের সুনির্দিষ্ট তারিখ সহ (Appoimment Letter)
  • সদ্য মেডিকেলের কাগজ সূমহের কপি ফটোকপি
  • পাসপোর্ট বই  ফটোকপি ১,২,৩ নং পাতা। (যদি পূর্ববর্তী ভিসা থাকে তাহলে ২,৩ নং পাতা ফটোকপি করতে হবে না ভিসার পাতা ফটোকপি করে দিতে হবে।) 
  • 2”x2” ছবিটি অনলাইনে পূরনকৃত আবেদন ফরমের  প্রথম পেজের উপরে ডানপার্শ্বে  ছবির ঘর পাবেন সেখানে আটা দিতে লাগাতে হবে। 
বিঃদ্রঃ মূল মেডিকেলের কাগজ সমূহ অবশ্যই সাথে করে নিয়ে যেতে হবে এবং পাসপোর্ট নতুন ও পুরাতন সবগুলো জমা দিতে হবে । অবশ্যই মূল মেডিকেলের কাগজ সমূহ আইভিএস অফিসে দেখানোর পর আপনাকে ফেরত দিবে।

ভারতীয় মেডিকেল ভিসার মেডিকেল অ্যাটেনডেন্ট

মেডিকেল ভিসায়  একজন রোগীর সাথে তিনজন মেডিকেল অ্যাটেনডেন্ট  দিতে পারবেন । তবে অনেক সময় প্রশ্ন করতে পারেন মেডিকেল অ্যাটেনডেন্ট ব্যক্তি কি রোগীর সাথে রক্তের সর্ম্পক থাকতে হবে কিনা ? না আপনার পরিচিত যেকোন ব্যক্তিকে রোগীর সাথে মেডিকেল অ্যাটেনডেন্ট দিতে পারবেন। তবে চেষ্টা করবেন পিতা, মাতা, ভাই, বোন, স্ত্রী, ছেলে, মেয়ে এমন ব্যক্তিদের রোগীর  সাথে মেডিকেল অ্যাটেনডেন্ট দেওয়ার ।

নিম্নে মেডিকেল  অ্যাটেনডেন্ট  ব্যক্তির নিমোক্ত কাগজপত্রাদি সমূহ লাগবে :

  • 2”x2”-সদ্য  তোলা  ১ (এক) কপি ছবি  (সাদা ব্যাকগ্রাউন্ড) 
  • অনলাইনে পূরনকৃত আবেদন ফরম
  • জাতীয় পরিচয় পত্র/ জন্ম নিবন্ধন
  • ইউটিলিটি বিলের ফটোকপি (সম্প্রতি ৩ মাসের মধ্যে)
  • ব্যাংক স্টেটমেন্ট/ ডলার এনডোর্সমেন্ট (150 ডলার)
  • পেশাগত প্রমানপত্র
  • পাসপোর্ট  বই (কমপক্ষে ৬ মাস মেয়াদ  থাকতে হবে)

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ