ইন্ডিয়ান ভিসা ফি জমা দেওয়ার নিয়ম
ইন্ডিয়ান ভিসা ফি- জমা দেওয়ার পদ্ধতি চলুন জেনে নেই। নিচের পদ্ধতি গুলো অনুসরণ করে নিজে নিজে ইন্ডিয়ান ভিসার ফি জমা দিতে পারবেন।
ইন্ডিয়ান ভিসা ফি জমা দেওয়ার নিয়ম
- প্রথমে ল্যাপটপ/মোবাইল/কম্পিউটার থেকে যেকোন ব্রাউজার ওপেন করে সার্চ করুন https://www.ivacbd.com/
- ওয়েবসাইটে প্রবেশ করে বামপার্শ্বে visa processing fee অপশন পাবেন। visa processing fee অপশন ক্লিক করুন।
- প্রথম স্টেপ প্রথম ঘরটিতে মিশন সিলেক্ট করুন, দ্বিতীয় ঘরটিতে ভিসার আবেদনের (BGDDVEDB2D23)নম্বর দিন, তৃতীয় ঘরে (BGDDVEDB2D23)নম্বর দিন, চতুর্থ ঘরে আইভিএস সেন্টার সিলেক্ট করুন, পষ্ণম ঘরে যে ভিসার জন্য আবেদন করেছেন সেটি সিলেক্ট করুন এবং Save and Next বাটুনে ক্লিক করুন।
- দ্বিতীয় স্টেপ প্রথম ঘরে আপনার নাম ইংরেজীতে লিখতে হবে, দ্বিতীয় ঘরে ইমেইল এড্রেস, তৃতীয় ঘরে মোবাইল নম্বর দিতে হবে Save and Show Overview বাটুনে ক্লিক করুন
- তৃতীয় স্টেপ আপনার যাবতীয় তথ্য দেখাবে এবং নিচে I agree to the Terms of service টিক দিন, Conform and move for payment বাটুনে ক্লিক করুন । এছাড়া আপনি যদি পরিবারের অন্য কোন সদস্যের ভিসা ফি একসাথে জমা দিতে চান তাহলে ডান পার্শ্বে add more for family member ক্লিক করুন ও তার যাবতীয় তথ্য দিয়ে এক সাথে ভিসা ফি পেমেন্ট দিতে পারবেন।
- চতুর্থ স্টেপে আপনি ভিসার ফি কিসের মাধ্যমে পেমেন্ট দিবেন সেটি সিলেক্ট করবেন এবং বামপার্শ্বে প্রথম ঘরে কত তারিখে জমা দিবেন সেটি সিলেক্ট করবেন, দ্বিতীয় ঘরে সময় সিলেক্ট করবেন ও নিচে ক্যাপচা দিয়ে pay now বাটুনে ক্লিক করুন ।
- প্রথম আপনার একাউন্ট নম্বর টি দিন এবং Confirm বাটুনে ক্লিক করুন (নমুনা হিসেবে আমি বিকাশ দিয়ে পেমেন্ট দিয়ে দেখাচ্ছি)
- পরবর্তীতে আপনার একাউন্টে মোবাইল নম্বর একটি কোড আসবে সেটি বসান এবং Confirmবাটুনে ক্লিক করুন।
- এরপর আপনি আপনার একাউন্ট পাসওয়ার্ড দিন এবং Confirm বাটুনে ক্লিক করুন।
- সর্ব শেষ আপনার ভিসার আবেদনের টাকা পেমেন্ট রিসিভ টি ডাউনলোড করে নিতে পারবেন অথবা প্রিন্ট করে নিতে পারবেন । আরোও জানুন : ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম